যারা ব্লগিং করে থাকেন তাদের জন্য কনটেন্টের কপিরাইট চেক করা অনেক গুরুত্বপূর্ণ । এর মূল কারণ হলো, যদি কোন পোস্টে কপিরাইট থাকে তাহলে সেই পোস্টটি google এ রেংক করে না। এছাড়াও যারা ব্লগিং করে ইনকাম করতে চাই তাদের অধিকাংশই গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকামের উপায় বেছে নেয়। কিন্তু যদি কন্টেন্ট এ কপি ধরা পড়ে তাহলে গুগল সেই ওয়েবসাইট এপ্রুভ করে না। রিজেক্ট করে দেয়। তাই আমাদের সবসময়ই ইউনিক পোস্ট লিখতে হয়। কিন্তু অনেক সময় কোন কোন লাইন কপি হয়ে যেতে পারে অথবা আমরা যদি অন্য কাউকে দিয়ে আর্টিকেল লিখে নেই তাহলে তারা কপি করেছে কিনা সেটা আমাদের চেক করার প্রয়োজন হয়।
তো ইন্টারনেটে অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলো কপি চেক করে। কিন্তু বাংলা ভাষায় সব সাইটেই সঠিক উত্তর দেয় না। সব সাইট সঠিকভাবে ১০০% নির্ভুল উত্তর দিতে পারেনা। তবে আমার দেখা এবং আমার ব্যবহার করা সেরা ২ টি ওয়েবসাইট আছে যেখানে ৯০ থেকে ৯৫% সঠিক উত্তর দেয়।
ওয়েবসাইট দুটি হলো Duplichecker এবং Smallseotools. এই দুটি ওয়েবসাইট থেকে আমরা কোন অন্য ওয়েবসাইটের কপি করা কনটেন্ট যদি চেক করি তাহলে সেটা সাথে সাথে ধরিয়ে দেয় যে কোন ওয়েবসাইট থেকে এই কনটেন্ট টি কপি করা হয়েছে। তাই এটা প্রতিটি ব্লগারের জন্য একটা আশীর্বাদস্বরূপ বলা চলে।