বাংলাদেশ এর চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন চাকরি হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। অন্যভাবে বলতে গেলে বাংলাদেশ এর অন্যতম কঠিন পরীক্ষা হলো বিসিএস পরীক্ষা। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে মাত্র কয়েক হাজার পরীক্ষার্থী চাকরি পেয়ে থাকে।
গত ৫ বছরের মধ্যে এ বছরই সর্বোচ্চ পরিমান নিয়োগ দেওয়া হবে। এ বছরে ২৩০৯ জনকে ক্যাডার পদে এবং ১০২২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে চিকিৎসায়। এ সেক্টরে নিয়োগ দেওয়া হবে ৫৩৯ জনকে। এরপরে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। শিক্ষা ক্যাডারে সর্বমোট নিয়োগ পাবেন ৪৩৭ জন।
তারপরে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ২৭৪ জনকে। পুলিশ ক্যাডারে নিয়োগ পাবে ৮০ জন আর কাস্টমস ক্যাডারে পাবে ৫৪ জন। এছাড়াও অন্যান্য ক্যাডারে নিয়োগ পাবেন ৮৭০ জন।
সব মিলিয়ে ক্যাডার পদে নিয়োগ পাবেন ২৩০৯ জন আর নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন ১০২২ জন।