সূর্যের সবথেকে নিকটতম গ্রহ সম্পর্কে জানতে আগ্রহী
শোন রে বাবা, সূর্যের একদম পাসে থাকে একটা ছোট্ট গ্রহ। নাম তার বুধ।
সে যেন সূর্যের সামনের বেঞ্চের ছোকরা!
সারাদিন গরমে হাপাচ্ছে, কই গিয়ে লুকোবে সেটা জানেই না।
আবার বাপরে বাপ! এমন দৌড়য়, এমন দৌড়য়, মনে হয় রেসে নামলে সব গ্রহকে হারিয়ে দেবে।
তাই না সবাই বলে, বুধ হল সূর্যের সবথেকে কাছের আর সবথেকে চটপটে গ্রহ।
রেফারেন্সঃ বুধ গ্রহ (https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7_%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9)
914 টি প্রশ্ন
696 টি উত্তর
55 টি মন্তব্য
272 জন সদস্য
Most popular questions within the last 30 days