এই ভয়টা একদম বাস্তব।
শিয়ালদার মৃণালদা নিজের দোকানঘর ৫ বছরের লিজে দিয়েছিলেন। চুক্তিতে লেখা— মেয়াদ শেষে ভাড়াটে যাবে।
কিন্তু সময় এলেও ওরা বলে, “আমরা তো এখানেই দোকান গড়েছি, কোথায় যাব?”
তখন বুঝলেন, রেজিস্টার্ড না করলে লিজের কাগজ আদালতে টেকে না।
চুক্তিতে থাকতে হবে মেয়াদ, ভাড়ার নিয়ম, খালি করার শর্ত, সাক্ষীর সই — আর অবশ্যই Registered Lease Deed।
আইনজীবীর সহায়তা নিলে ঝামেলা কমে যাবে, না হলে ভাড়াটে বসে যাবে বংশ পরম্পরায়।