একদম হয় ভাই!
আমার এক দাদা ২০১৫-তে জমি কিনে ভাবলেন সব কাজ শেষ। দলিল হলো, টাকা দিলেন, ট্যাক্স দিলেন।
কিন্তু যখন বাড়ি করতে গেলেন, অফিসার বললো— “সরকারি রেকর্ডে এখনো আগের মালিকের নাম!”
এটাই মিউটেশন না করানোর ফল।
এটা মূলত জমির নাম পরিবর্তন, যা সরকারি রেকর্ডে মালিকানা স্থির করে।
এখন সহজে করা যায় 
মিউটেশন না করলে জমির ওপর লোন, বিক্রি, এমনকি ট্যাক্স জমা দেওয়া নিয়েও সমস্যা হবে।
দলিল তো পাসপোর্টের মতো — কিন্তু মিউটেশন হলো ভিসা। দুটো না থাকলে যাত্রা আটকে যায়।