বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার কে? - Easyanswer
সহজ উত্তরে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
+2 টি ভোট
121 বার প্রদর্শিত
"ইউটিউব" বিভাগে করেছেন (378 পয়েন্ট)
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ইউটিউবারের নাম...

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (378 পয়েন্ট)

আসসালামু আলাইকুম। বর্তমানে যদি একজন ৩ বছরেরে বাচ্চাকেও জিজ্ঞাসা করে সে " ইউটিউব কি? " তাহলে সেও বলে দিতে পারবে। আসলে ইউটিউব মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মানুষ তার দৈনন্দিন কাজেও ইউটিউব ব্যাবহার করেন। কোন সমস্যা হলে আগে ইউটিউবে গিয়ে সার্চ করেন। 

অনেকে তো আবার ইউটিউবকে নিজের পেশা হিসেবে নিয়ে নিয়েছেন। এখন সবাই জানেন যে ইউটিউব থেকে কম বেশি ইনকাম করা যায়। তাই আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা হয়তো এসেছে যে " পৃথিবীর সবচেয়ে বড় ইউটিবার কে?"  আসলে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। 

তো চলুন জেনে আসি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবারের নাম:- 

আপনার হয়তো মনে করতে পারেন যে কথাটা যখোন সবচেয়ে বড় ইউটিউবারের তাহলে হয়তো সেটা কোন কোম্পানির নাম বা কোন ব্রান্ডের নাম হবে! কিন্তু এই কথাটা কয়েক মাস আগের জন্যেও সত্যি ছিল।  কিন্তু এখন সেটা আর নেই। এখন একজন ব্যাক্তি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার।


সেই বিখ্যাত ইউটিউবারের নাম হলো: জেমি ডোনাল্ডসন (Jemi Donaldson)। সকলে তাকে  মি. বিস্ট (MrBeast) নামেই জানে। জেমি তার মূল ইউটিউব চ্যানেলের নাম রেখেছ MrBeast. বর্তমানে তার এই চ্যানেলে সাবসক্রাইবার এর সংখ্য ৩০৮ মিলিয়ন+ ।  যা গোটা বিশ্বের মানুষজনের জন্য সম্ভব হয়েছে। 

যেখানে আজকাল মানুষ ১ হাজার /২ হাজার সাবসক্রাইবার এর জন্য গায়ের ঘাম বের হয়ে যায়, সেখানে জেমি অর্জন করে ৩০৮ মিলিয়ন সাবসক্রাইবার। আর এই সংখ্যা দিন দিন বাড়তে থাকছে।  

MrBeast চ্যানেলটি ছাড়াও জেমির আরো ৪-৫ টি ইউটিউব চ্যানেল আছে। যেগুলোর সাবস্ক্রাইবারও ৩০ মিলিয়ন থেকে শুরু করে আরো অনেক বেশি আছে। 

জেমি ২০১৩ সালে প্রথম ইউটিউব চ্যানেল শুরু করে। তখন সে গেমিং এবং অন্য ইউটিউবারের ভিডিও দিত। পরে সে একটা চ্যালেঞ্জ নেয় যে ১ লক্ষ সাবসক্রাইবার পূরণ না হওয়া পর্যন্ত সে লাইভ করবে। সে সেটাতে অনেক সফলতা অর্জন করে। এর পরে সে ইউটিউব থেকে উপার্জন করা ১০ হাজার ডলার ( ১০ লক্ষ টাকা) একজন গরীবকে দিয়ে দেয়।

এর পরে সে দেখলো যে তার এই ভিডিও অনেক ভিউ অর্জন করেছে।  তখন থেকে সে এরকম ভিডিও তৈরি করা শুরু করে তবে তা মানুষজনকে বিনোদন দেয়। সে তার ভিডিওতে কয়েক মিলিয়ন ডলার খরচ করে থাকে। যা পৃথিবীতে বিরল। 

এছাড়াও মি. বিস্ট অনেক গরিব মানুষকে সহায়তা করে থাকে। তার ভিডিওতে দেখা যায় যে সে মানুষদের বাড়ি করে দিচ্ছে। আবার দেখেছি অন্ধ মানুষের চক্ষু দান করে দিচ্ছেন। এছাড়াও যেখানে পানির প্রচুর সমস্যা সেখানে নলকূপ বসিয়ে দিচ্ছেন। এছাড়াও আরো কতো কি! 

এখন বলি " মি. বিস্টের আগে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার কে ছিলেন? " 

আসলে মি. বিস্টের আগে সবচেয়ে বড় ইউটিউবার একটা ব্রান্ডের নামে ছিল। সেটা একটা ভারতীয় গান কোম্পানি  T-Series।  বর্তমানে এটি ২ নাম্বারে রয়েছে। তাদের সাবসক্রাইবার সংখ্যা ২২৭ মিলিয়নের কিছু বেশি। 

তবে শেষ কথা একটায় ইউটিউবের ইতিহাসে মি. বিস্ট একটা জনপ্রিয় নাম। যেহেতু মি. বিস্ট একজন আমেরিকান ইউটিউবার তাই তার ভিডিওর মূল ভাষা হলো ইংরেজি। এছাড়াও তার ভিডিও অনেকগুলো ভাষায় দেখা যায়। তার মধ্যে বাংলা, হিন্দি, আরবি ইত্যাদি অন্যতম। তো যাইহোক আজ এই পর্যন্তই ছিল। 

শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
1 উত্তর
25 অগাস্ট 2023 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tamim (56 পয়েন্ট)
–1 টি ভোট
1 উত্তর
22 অগাস্ট 2023 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Leon (193 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর
–2 টি ভোট
0 টি উত্তর
03 সেপ্টেম্বর 2023 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন MunnaX (148 পয়েন্ট)
+4 টি ভোট
1 উত্তর
0 টি ভোট
3 টি উত্তর
24 অগাস্ট 2024 "ইউটিউব" বিভাগে জিজ্ঞাসা করেছেন Muhit (317 পয়েন্ট)
Easyanswer এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। Live Traffic Feed
নোটিশঃ

আমরা লক্ষ্য করেছি যে ইউজাররা AI দিয়ে Content লিখে ওয়েবসাইটে সাবমিট করছে। এই ধরণের কন্টেন্ট আমরা কনো অবস্থা তে গ্রহণ করবো না। এবং ঐ ইউজারের একাউন্ট ডিলিট করা হবে।

Easyanswer-এ এখন ৫০০ পয়েন্ট অর্জন করলে ৫০টাকা পেমেন্ট পাওয়া যায় | তাই নিবন্ধন করা না থাকলে এখানে ক্লিক করে নিবন্ধন করুন। উত্তর করার পূর্বে অবশ্যই নীতিমালা পড়ুন
...