টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ১০৩ রান। ২০১৮ সালের জুনে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে তৃতীয় ইনিংসে তারা ১০৩ রানে অলআউট হয়। সেই ম্যাচে আফগানিস্তান প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১০৯ রান। ভারত ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যবধানে জয় পায়, আর ম্যাচসেরা নির্বাচিত হন শিখর ধাওয়ান।