টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৯০৩ রান। ১৯৩৮ সালে ওভালে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে তারা ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ডের হয়ে লিওনার্দ হিউটন খেলেন ৩৬৪ রানের দুর্দান্ত ইনিংস, মরিস লেইল্যান্ড যোগ করেন ১৮৭ রান এবং জো হার্ডস্টাফ করেন ১৬৭ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২০১ রানে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রান করতে সক্ষম হয়। ফলে ৫৭৯ রানের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড।