Easyanswer তার পেমেন্ট সিস্টেমের উপরে একটা বড় আপডেট নিয়ে এসেছে। এখন থেকে Easyanswer এ পয়েন্টের উপর ভিত্তি করে পেমেন্ট প্রদান করা হবে। এখন থেকে Easyanswer এ প্রতি প্রশ্নের জন্য ১ পয়েন্ট এবং প্রতি উত্তরের জন্য ২ পয়েন্ট দেওয়া হবে। তবে প্রশ্ন এবং উত্তরের ভারসাম্য বজায় রাখতে হবে।  অর্থাৎ প্রশ্ন এবং উত্তর সমান সমান  (+/- ৫)  থাকা লাগবে।  অন্যথায় পেমেন্ট রিকুয়েস্ট পাঠানোর পরে,  আপনার যদি প্রশ্ন এবং উত্তর সমান সমান না থাকে তাহলে Easyanswer  কর্তৃপক্ষ আপনার পেমেন্ট কমিয়ে দিবে।  তাই প্রশ্ন এবং উত্তর সমান রাখার চেষ্টা করবেন। 
 কেন এই সিস্টেম চালু করা হয়েছে?
 এর আগে প্রশ্ন এবং উত্তর করার ওপর ভিত্তি করে টাকা প্রদান করা হতো।  কিন্তু এর ফলে ব্যবহারকারী এবং কর্তৃপক্ষের হিসাবে ঝামেলা হওয়ার সম্ভাবনার সৃষ্টি হতো।  তাই কর্তৃপক্ষ এই নতুন নিয়ম চালু করেছে।  যার ফলে ব্যবহারকারীর হিসাব সঠিকভাবে রাখা সম্ভব হবে।
 কত পয়েন্টে কত টাকা?
 Easyanswer  এ প্রশ্নোত্তর করার মাধ্যমে আপনাকে পয়েন্ট অর্জন করতে হবে।  এরপরে  আপনি প্রতি ১০০  পয়েন্ট এর জন্য ১০  টাকা পাবেন।  আর সর্বনিম্ন ৫০  টাকা বা ৫০০  পয়েন্ট অর্জন করলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন।  আর পেমেন্ট নেওয়ার পরে অর্থাৎ আপনাকে টাকা প্রদান করার পরে আপনার একাউন্টে পয়েন্ট সংখ্যা ০০  হয়ে যাবে।  আপনাকে আবার প্রশ্নোত্তর করে পয়েন্ট অর্জন করে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। 
বিঃ দ্রঃ  পেমেন্ট রিকুয়েস্ট পাঠানোর পূর্বে প্রশ্ন এবং উত্তরের সংখ্যা সমান (+/- ৫) থাকা লাগবে।  অন্যথায়  আপনার পেমেন্ট  কমিয়ে দেওয়া হবে।  
কাজ করার পূর্বে এই পোস্টটি পড়ে আসুনঃ Easyanswer এ   প্রশ্নোত্তর লেখা ও এর মাধ্যমে টাকা ইনকাম করার নিয়ম কি?