বাংলাদেশ এর চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন চাকরি হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। অন্যভাবে বলতে গেলে বাংলাদেশ এর অন্যতম কঠিন পরীক্ষা হলো বিসিএস পরীক্ষা। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে মাত্র কয়েক হাজার পরীক্ষার্থী চাকরি পেয়ে থাকে।
৪৫ তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল ১৯ জুন ২০২৪ বুধবার সরকারি কর্ম কমিশন প্রকাশ করে। লিখিত পরীক্ষায় মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৫৮ জন। এ সকল শিক্ষার্থী এ বছরের ২৩ জানুয়ারি থকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলমান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়াও ২০২২ সালে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২০২৪ সালের ৬ জুন ৪৫ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) । প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ছিলো ১২ হাজার ৭৮৯ জন।
৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদনের সংখ্যা ছিল ৩ লাখ ৪৬ হাজার। কিন্তু অংশ নেয় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেনি। সরবমোট উপস্থিতির হার ৭৮ দশমিক ২৪ শতাংশ।
৪৫ তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জনকে বসতে হবে ভাইভা পরীক্ষায়। এরপরে ভাইভা থেকে যাচাই-বাছায় করে ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
আরো পড়ুনঃ ৪৫ তম বিসিএস এ কোন পদে কত জন নিয়োগ পাবে?