ফেসবুক , ইন্সটাগ্রাম, ইউটিউব সহ আরো প্রায় ১০ টার মতো প্লাটফর্ম থেকে রিলস , ভিডিও, পোস্ট, এড কিংবা ওই প্লাটফর্ম কে ব্লক করার জন্য শুধুমাত্র একটা এক্সটেনশন ই যথেষ্ট। এছাড়াও দেওয়া যাবে টাইম লিমিট। দিনে একটা নিদ্দ্রিষ্ট সময় পর্যন্ত ব্যাবহার করা যাবে। ডেইলি লিমিট শেষ হয়ে গেলে আর ওই ওয়েবসাইটে ঐ দিনের মত ঢোকা যাবে না। এছাড়াও টাইমারও সেটআপ করা যাবে। যাতে কাউন্ট করা যাবে দিনে কত ঘন্টা ওই ওয়েবসাইটে ব্যায় করা হয়েছে!
স্টুডেন্টদের জন্য এটা একটা সেরা এক্সটেনশন হয়ে উঠতে পারে। বর্তমানে এই ডেস্ট্রাকশনের যুগে পডাশোনায় মনোযোগ বাড়াতে এবং সোশ্যাল মিডিয়ার ব্যাবহার কমাতে এই এক্সটেনশন অনেক সাহায্য করবে। তবে এই ফিচারটি শুধুমাত্র ল্যাপটপ কিংবা পিসি ব্যাবহারকারিরায় পাবে। মোবাইলে এটা ব্যাবহার করা যাবে না।
এক্সটেনশনের নামঃ SocialFocus . Hide DIstraction এটি ক্রোম এক্সটেনশন স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। এক্সটেনশনের লিংকঃ SocialFocus.Hide Distraction
সেটআপঃ
ধাপ-১: উপরে দেওয়া লিংকে ক্লিক করলে ক্রোম এক্সটেনশন স্টোরে নিয়ে যাবে সেখান থেকে Add To Chrome এ ক্লিক করলে ক্রোমে ডাউনলোড হয়ে যাবে।
ধাপ-২: এরপরে 3 dots> Extensions > Manage Extensions এ গিয়ে এক্সটেনশন্টা এনেবল করে নিতে হবে।
ধাপ-৩: ক্রোমের উপরে সার্চ বারের পাশে একটা এক্সটেনশন এর লোগো দেখা যাবে। সেখান থেকে SocialFocus এক্সটেনশনে ক্লিক করলে তুমি কী করতে চাও তা সেটআপের একটা পপ-আপ বার আসবে নিচের ছবির মতো। সেখান থেকে তোমার পছন্দের এবং প্রয়োজন মতো সেটআপ করে নিলেই কাজ শেষ।
------------------------------------------------------------------------------------------------------------