পতেঙ্গা বোট ক্লাব কর্ণফুলী নদীর তীরে, পতেঙ্গা সৈকতের কাছেই অবস্থিত । এটি একটি আধুনিক রেস্টুরেন্ট ও ভিউ পয়েন্ট, যেখানে নদীর ওপর দিয়ে জাহাজ চলাচল দেখা যায় । 
শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে যেতে টেম্পো, সিএনজি বা উবারে করে সহজেই যাওয়া যায় । 
ক্লাবের অভ্যন্তরে বসার সুন্দর ব্যবস্থা, যেখানে কফি বা ঠান্ডা পানীয় নিয়ে নদীর বাতাস উপভোগ করা যায় । সন্ধ্যার সময় আলো–আঁধারির পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর । 
অনেকেই এখানে কপল ফটোশুট করে, কারণ জায়গাটা শান্ত এবং রোমান্টিক । 
ক্লাবের রেস্টুরেন্টে বিভিন্ন সি-ফুড মেনু পাওয়া যায় । সপ্তাহের শুক্রবার ও শনিবার ভীড় বেশি থাকে, তাই আগে যাওয়াই ভালো ।