এই কাহিনি প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই ঘটে। দাদুর বাড়ি, দোতলা, তিন ভাই, এক বাড়ি, আর হাজারো মনোমালিন্য।
আমাদের পাড়ার গোপাল কাকুর দাদুর ৮ কাঠা জমি ছিল দক্ষিণেশ্বরে। উইল কিছুই করেননি। তাই আইনে যেভাবে হয়— Hindu Succession Act, 1956 অনুযায়ী, সব বৈধ উত্তরাধিকারী সমান ভাগ পাবেন।
মানে, তিন ভাই থাকলে তিন ভাগ। কিন্তু দাদু যদি মারা যাওয়ার সময় স্ত্রী বা মেয়ে জীবিত থাকেন, তবে তাদেরও ভাগ থাকবে।
শেষে করতেই হবে মিউটেশন। সরকারি রেকর্ডে নতুন মালিকের নাম না তুললে, সেই সম্পত্তি নিয়ে ভবিষ্যতে হাজার জটিলতা হবে।
ভাইয়ের সঙ্গে জমির ভাগ ঠিক না হলে, সম্পর্কের দেয়ালও ফাটে।