পাড়ার সুধাংশু কাকুর বাড়িতেও এমন হয়েছিল। পাশের লোক ইটের দেয়াল তুলেছে দুই ফুট বেশি ভেতরে ঢুকে।
কাকু ডেকে আনলেন Surveyor, যিনি LR ও RS map মেপে দেখে দিলেন সীমানা আসলে কোথায়।
এরপর কাকু থানায় GD করলেন আর ব্লক অফিসে Demarcation Application দিলেন।
সার্ভেয়ার এলো, রিপোর্ট দিল, আর সরকারি ভাবে চিঠি গেল অপর পক্ষকে।
রাগে দেয়াল তুললে উল্টো মামলা খেতে হয় “trespassing” বলে। তাই ঠান্ডা মাথায় কাগজপত্রেই লড়াই জেতাই ভালো।